Patient Name: Rayna Khatun
Country: India (West Bengal)
Problem: MND (Motor Neuron Disease)
Treatment Method: Acupuncture
ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক শামীম রাজা। তার মা রায়না খাতুন (রোগী)। রায়না খাতুন দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি মোটর নিউরন ডিজিজ রোগে আক্রান্ত। ভারতের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকম চিকিৎসা গ্রহণের পরেও তার শারীরিক অবস্থার কোন উন্নতি হচ্ছিল না। একটা সময় তার চলাফেরাও বন্ধ হয়ে যায়। রায়না খাতুন এর ছেলে শামীম রাজা ফেসবুকে শশী হাসপাতালের একটি ভিডিও দেখে যোগাযোগ করেন। যোগাযোগের পর সে তার মাকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন এবং শশী হাসপাতালে যথারীতি চিকিৎসা গ্রহণ শুরু করেন। কিছুদিন চিকিৎসা গ্রহণের পর তিনি তার মায়ের শারীরিক উন্নতির ব্যাপারটা লক্ষ্য করেন এবং চিকিৎসা সেবা চালিয়ে যান। এই আকুপাংচার চিকিৎসা গ্রহণের ফলে রায়না খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে এবং পূর্বের তুলনায় তিনি অনেকটাই সুস্থ হয়ে ওঠেন।
বাংলাদেশের স্বাস্থ্য খাতে পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ ডা. এস এম শহিদুল ইসলাম একজন অগ্রগামী ব্যক্তিত্ব। ওনার নিপুন হাতে বাংলাদেশে আকুপাংচার চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ডা. এস এম শহিদুল ইসলামের অক্লান্ত পরিশ্রমের ফলে বর্তমান সময়ে বিদেশি নাগরিকরা বাংলাদেশে আসছেন আকুপাংচার চিকিৎসা গ্রহণের জন্য। ভারত ছাড়াও বহির্বিশ্বের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, কাতার, দুবাই, তুর্কি, ইতালিসহ বিভিন্ন দেশ থেকে রোগীরা বাংলাদেশে এসে আকুপাংচার চিকিৎসা গ্রহণ করছেন এবং অভূতপূর্ব সাফল্য নিয়ে দেশে ফিরে যাচ্ছেন। দুরারোগ্য ব্যাধির অভূতপূর্ব সাফল্যে নিয়ে পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ ডা. এস এম শহিদুল ইসলাম ও শশী হাসপাতাল বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক অবদান রেখে চলেছে। যেহেতু বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে চিকিৎসা সেবা গ্রহণ করছেন এর ফলে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে যা বাংলাদেশের অর্থ খাতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ ডা. এস এম শহিদুল ইসলাম হাত ধরে শশী হাসপাতাল এই সেবার ধারা অব্যাহত রাখবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে পাশাপাশি দেশের স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতসহ অনেক দেশ থেকেই আকুপাংচার পদ্ধতির চিকিৎসা নিতে রোগী বাড়ছে প্রতিনিয়ত বাংলাদেশের শশী হাসপাতালে।
📺 দেখুন NEWS24 এর প্রতিবেদনঃ