মানসিক বিকাশ কম হওয়া (Hypothyroidism) এর কারণ, লক্ষণ এবং চিকিৎসা

মানসিক বিকাশ কম হওয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা | Hypothyroidism

রক্তপ্রবাহে থাইরয়েড হরমোন পর্যাপ্ত পরিমাণে না থাকলে এবং হরমোন তৈরি না করলে তখন হাইপোথাইরয়েডিজমের (Hypothyroidism) সমস্যা দেখা দেয়। হাইপোথাইরয়েডিজমের সমস্যার ফলে আপনার মেটাবলিজম ধীর হয়ে যেতে পারে এবং মানসিক বিকাশ কম হয়। এছাড়াও হার্টের সমস্যা, নার্ভের সমস্যা এবং মেয়েদের থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা দেয় ফলে সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা কমে যায়। সন্তান জন্ম হলেও শিশুর মস্তিষ্ক বিকাশের সমস্যা হতে পারে।

আকুপাংচার চিকিৎসার মাধ্যমে বাংলাদেশে মানসিক বিকাশ কম হওয়া বা হাইপোথাইরয়েডিজম রোগের চিকিৎসা (Hypothyroidism treatment in Dhaka, Bangladesh) করা হয়। আকুপাংচার একটি ঔষধ বিহীন চিকিৎসা। এই মাধ্যমে প্রায় ৫০০০ বছর পূর্বে থেকে চিকিৎসা প্রদান করা হয়ে আসছে। দেশের সুনামধন্য আকুপাংচার বিশেষজ্ঞ ডা. এস. এম. শহীদুল ইসলামের (Best acupuncture doctor in Dhaka, Bangladesh) থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন অনেকেই। তিনি শশী হাসপাতালে নিউরো আকুপাংচার চিকিৎসা (Best Neuro acupuncture doctor in Dhaka, Bangladesh) দিয়ে থাকেন।

মানসিক বিকাশ কম হওয়া বা হাইপোথাইরয়েডিজম এর কারণ

মানসিক বিকাশ কম হওয়া বা হাইপোথাইরয়েডিজম এর বেশ কিছু কারণ রয়েছে। কারণগুলো নিচে দেওয়া হল:

  • অটোইমিউন ডিজিজ
  • থাইরয়েড সার্জারি
  • কিছু নির্দিষ্ট ওষুধ
  • আয়োডিনের অভাব
  • পিটুইটারি ব্যাধি
  • বংশগত কারণ

বাংলাদেশের সুনামধন্য আকুপাংচার ডাক্তার ডা. এস. এম. শহীদুল ইসলাম এর থেকে চিকিৎসা (Best acupuncture treatment in Dhaka) নিয়ে সুস্থ্য হয়েছেন অসংখ্য রোগী। দেশ সহ বিদেশের অনেক রোগী শুধুমাত্র এই চিকিৎসা নিতে বাংলাদেশে আসেন। দেশ সহ বিদেশেও তার সুনাম ছড়িয়ে আছে। আকুপাংচারের সাথে সাথে বাংলাদেশের একজন সেরা ব্যথা জনিত রোগের চিকিৎসক (Best pain treatment doctor in Dhaka, Bangladesh) হিসেবে ক্ষ্যাতি অর্জন করেছেন। এখানে নিউরো আকুপাংচার চিকিৎসা (Best Neuro acupuncture treatment in Dhaka, Bangladesh) দেওয়া হয়।

মানসিক বিকাশ কম হওয়া বা হাইপোথাইরয়েডিজম এর লক্ষণ

মানসিক বিকাশ কম হওয়া বা হাইপোথাইরয়েডিজম এর বেশ কিছু লক্ষণ রয়েছে। লক্ষণগুলো নিচে দেওয়া হল:

  • সবার সাথে মিশতে না পারা
  • মনোযোগ দিতে সমস্যা
  • স্মৃতিশক্তি হ্রাস
  • কারো সাথে কথা বলতে দ্বিধাদন্ধ
  • বিষণ্ণতা
  • কোনো কাজে সিদ্ধান্ত নিতে না পারা

মানসিক বিকাশ কম হওয়ার বিজ্ঞানসম্মত কারন জানা যায় নি। তবে কিছু কারন এখন নানা ভাবে বৈজ্ঞানিক বিশ্লেষনের মাধ্যমে জানা গেছে। যেমন-পরিবেশগত, গঠনগত এবং বংশগত। আকুপাংচার চিকিৎসার মাধ্যমে হাইপোথাইরয়েডিজম রোগের চিকিৎসা (Hypothyroidism treatment in Dhaka, bangladesh) করা যায়। বাংলাদেশের মধ্যে ওষুধ ছাড়া চিকিৎসা পদ্ধতি হিসেবে আকুপাংচার চিকিৎসা দিয়ে যাচ্ছে শশী হাসপাতাল

মানসিক বিকাশ কম হওয়া বা হাইপোথাইরয়েডিজম এর বৈশিষ্ঠ্য

১। আই কন্ট্রাক নেই/চোখে তাকিয়ে কথা না বলা।

২। নাম ধরে ডাকলে সাড়া দেয় না।

৩। সামাজিক সম্পর্ক ও যোগাযোগ নেই।

৪। একা থাকতে পছন্দ করে।

৫। বয়স অনুযায়ী জ্ঞান বুদ্ধিগত বিকাশ হয় না।

৬। পরিবেশন অনুযায়ী আচরন করতে পারে না।

৭। সমবয়সীদের সাথে খেলাধুলা করে না, মেলামেশা করে না।

SUO XI Hospital এ হাইপোথাইরয়েডিজম রোগীর চিকিৎসা

SUO XI Hospital এ অটিজম ক্লিনিক ডিপার্টমেন্টে আকুপাংচারের মাধ্যমে বাংলাদেশে প্রথম অটিজম ও মানসিক বিকাশ কম হওয়া রোগীর চিকিৎসা শুরু হয়েছে।

আকুপাংচার এর মাধ্যমে মানসিক বিকাশ কম হওয়া রোগীর চিকিৎসা করা যায়। Scalp Acupuncture চিকিৎসার মাধ্যমে মানসিক বিকাশ কম হওয়া রোগীর মস্তিষ্কের ব্যাঘাত জনিত সমস্যা, আচরণগত সমস্যার উন্নতি লাভ করা সম্ভব, Tongue Acupuncture এর মাধ্যমে Speech and Language Delay এর চিকিৎসা করা হয়। Neuro Acupuncture এর মাধ্যমে Neuro Development Delay  চিকিৎসা করা হয়। আকুপাংচারের মাধ্যমে মানসিক বিকাশ কম হওয়া ,Autism, Cerebral Palsy, Down Syndrome, Myopathy ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়।

বাংলাদেশে অবস্থিত শশী হাসপাতালে নিউরো আকুপাংচার চিকিৎসা (Best Neuro acupuncture treatment in Dhaka, Bangladesh) দেওয়া হয়। এই চিকিৎসার মাধ্যমে হাইপোথাইরয়েডিজম রোগের চিকিৎসা (Hypothyroidism treatment in Dhaka, Bangladesh) করে সুস্থ্য হয়েছেন অনেক রোগী।

See More…

চুল নিয়ে যত ভাবনা…

পেটের সমস্যা (Irritable Colon Syndrome) কেনো হয় এবং চিকিৎসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Receive the latest news

Subscribe To My Weekly Newsletter

Get notified about new articles