ভাস্কুলার ডিমেনশিয়া বা রক্তনালী স্মৃতিভ্রংশ এর চিকিৎসা, কারণ ও লক্ষণ

ভাস্কুলার ডিমেনশিয়া বা রক্তনালী স্মৃতিভ্রংশ এর কারণ, লক্ষণ এবং চিকিৎসা | Vascular Dementia

ভাস্কুলার ডিমেনশিয়া কি? (Vascular Dementia)

রক্তনালীর স্মৃতিভ্রংশ (Vascular Dementia) এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্কের বা শরীরের রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্ত প্রবাহ কমে যায়। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে তবে বেশিরভাগ স্ট্রোক করার ফলে রক্তনালীর স্মৃতিভ্রংশ বা ভাস্কুলার ডিমেনশিয়া হয়। ভাস্কুলার ডিমেনশিয়া হওয়ার ফলে স্মৃতিশক্তি, কথা বলতে ও স্বাভাবিক চলাফেরায় প্রভাবিত করে।

আকুপাংচার চিকিৎসার মাধ্যমে ভাস্কুলার ডিমেনশিয়া এর চিকিৎসা (Vascular dementia treatment in Dhaka, Bangladesh) করা হয়। বাংলাদেশের সেরা আকুপাংচার ডাক্তার ডা. এস. এম. শহীদুল ইসলাম এর (Best Vascular Surgeon in Dhaka) থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন অসংখ্য রোগী। আকুপাংচার একটি চীনা চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে কোন প্রকার ঔষধের ব্যবহার করা হয় না। এখানে ঔষধ বিহীন ভাস্কুলার ডিমেনশিয়ার (Vascular dementia treatment without medicine) চিকিৎসা করা হয়।

ভাস্কুলার ডিমেনশিয়ার কারণ

রক্তনালীর স্মৃতিভ্রংশ বা ভাস্কুলার ডিমেনশিয়া মূলত মস্তিষ্কে রক্ত প্রবাহের অভাবে হয়ে থাকে। এছাড়া কিছু কারণ রয়েছে তা হলো-

  • স্ট্রোক (Stroke): স্ট্রোক করা ফলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত জমাট বেঁধে যেতে পারে। ফলে শরীরের বিভিন্ন জায়গায় প্রভাবিত করতে পারে তারমধ্যে রক্তনালী স্মৃতিভ্রংশ একটি।
  • মস্তিষ্কে রক্তক্ষরণ: প্রায়শই উচ্চ রক্তচাপের কারণে রক্তনালী দুর্বল হয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়ে রক্তক্ষরণ হয়। ফলে ভাস্কুলার ডিমেনশিয়ার সমস্যা দেখা দেয়।

এছাড়াও কিছু কারণ রয়েছে রক্তনালী ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভাস্কুলার ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে, যার মধ্যে রয়েছে

  • ধুমপান (smoking)
  • উচ্চ রক্তচাপ (Hypertension)
  • হার্ট অ্যাটাক (Heart attack)
  • ডায়াবেটিস (Diabetes)
  • স্থূলতা (Obesity)
  • হাইকোলেস্টেরল (High Cholesterol)

ভাস্কুলার ডিমেনশিয়ার কারণ লক্ষণ

স্ট্রোক করার পরবর্তী যে সমস্যা হয় তার মধ্যে রয়েছে রক্তনালীর স্মৃতিভ্রংশ। রক্তনালীর স্মৃতিভ্রংশ বা ভাস্কুলার ডিমেনশিয়াসাধারণ কিছু লক্ষণসমূহ হলো:

  • স্মৃতির সমস্যা
  • পেশী দুর্বলতার কারণে হাঁটা চলায় ব্যাঘাত
  • কথা বলতে অসুবিধা বা কথা বেঁধে যাওয়া
  • অসাড়তা বা পক্ষাঘাত
  • পক্ষাঘাতের অংশে নড়াচড়া করতে অসুবিধা বা ব্যথা
  • হতাশা বা বিষণ্ণতা

রক্তনালী স্মৃতিভ্রংশ বা ভাস্কুলার ডিমেনশিয়া প্রতিরোধে আকুপাংচার চিকিৎসাঃ

রক্তনালী স্মৃতিভ্রংশ বা ভাস্কুলার ডিমেনশিয়া প্রতিরোধে একটি যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি হলো আকুপাংচার। আকুপাংচার শরীরের মধ্যে এক ধরণের উদ্দীপনা তৈরী করে যা শরীরের স্নায়ু সরবরাহ বৃদ্ধি করে এবং কোষকে আরো সতেজ করে তোলে। পেটের উপরিভাগে আকুপাংচারের ফলে তা উক্ত স্থানগুলোকে আরো সক্রিয় করে এবং রক্তনালী স্মৃতিভ্রংশ জনিত প্রবাহ সংক্রান্ত উপশমকারী হিসাবে কাজ করে।

বর্তমানে উন্নত বিশ্বে এই আকুপাংচার একটি যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং বর্তমানে এটি বহুল প্রচলিত একটি চিকিৎসা পদ্ধতি। মূলত এ সমস্যাটি দীর্ঘসময়ের তাই শুধুমাত্র ঔষধ গ্রহণের ফলে তা থেকে সহজে আরোগ্যলাভ সম্ভব হয় না। অতিরিক্ত ওষুধ গ্রহণের ফলে শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থাপনা ব্যাহত হয়।

কিন্তু আকুপাংচার এই দিক থেকে একটি বিশেষ ঔষধি বা চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচনা করা যায়। যা সম্পূর্ণ একটি ওষুধ বিহীন চিকিৎসা পদ্ধতি। আকুপাংচার হল ফুসফুসের কার্যকারিতা উন্নত করার এবং শরীরকে আরও দক্ষতার সাথে কাজ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশের ঢাকায় অবস্থিত শশী হাসপাতালে আকুপাংচার চিকিৎসা প্রদান করা হয়। এখানে পুরুষ ও মহিলা (Female acupuncture service center in Bangladesh) সকলের জন্য চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এখানে ঔষধ বিহীন চিকিৎসা (Non medicine treatment hospital in Dhaka) প্রদান করা হয়।

ভাস্কুলার ডিমেনশিয়া দূরীকরণে আরো কিছু চিকিৎসা পদ্ধতি

লীক ভেজিটেবলঃ রক্তনালী স্মৃতিভ্রংশ প্রতিকারে লীক ভেজিটেবল একটি দুর্দান্ত পথ্য। লীক দ্রবণীয় ফাইবারের একটি ভালো উৎস এবং এতে প্রিবায়োটিক আছে যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে কাজ করে। আমাদের পেটের ব্যাকটেরিয়াগুলো ফ্যাটি এসিড নামক কিছু তৈরি করে যা আমাদের জন্য সমস্ত ধরনের ভালো কাজ করে এবং আমাদের বিপাক প্রক্রিয়াকে ভালো রাখে রক্তনালী স্মৃতিভ্রংশের বাধাজনিত প্রবাহ দূর করে।

ওজোন সাওনা থেরাপিঃ এছাড়া এটি প্রতিরোধের একটি যুগান্তকারী সমাধান হলো ওজোন সাওনা থেরাপি। এই চিকিৎসা পদ্ধতি শরীরকে জীবাণুমুক্ত করে এবং মানবদেহের টিস্যুগুলোতে পৌঁছে যাওয়া অক্সিজেনের পরিমাণকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে। এটি ফিজিওথেরাপির একটি উন্নত পর্যায়। এটি বহির্বিশ্বে বহুল প্রচলিত এবং শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থাকে সক্রিয় করে। ওজোন সাওনা থেরাপির মাধ্যমে শরীর অধিক কার্যকর হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ও সম্পূর্ণ নিরাপদ একটি চিকিৎসা পদ্ধতি হিসেবে জানা যায় এবং রক্তনালী স্মৃতিভ্রংশ রোগের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঔষধ বলে বিবেচনা করা হয়।

বাংলাদেশের সুনামধন্য শশী হাসপাতালে আকুপাংচার চিকিৎসার মাধ্যমে ভাস্কুলার ডিমেনশিয়া রোগের চিকিৎসা (Best Vascular dementia treatment in Dhaka, Bangladesh) করা হয়। এখানে দেশ সেরা আকুপাংচার বিশেষজ্ঞ ডা. এস. এম. শহীদুল ইসলামের (Acupuncture doctor in Dhaka, Bangladesh) তত্বাবধানে ভাস্কুলার ডিমেনশিয়ার চিকিৎসা দেওয়া হয়। এখানে এই রোগের থেকে সুস্থ্য রোগীর সংখ্যা অসংখ্য রয়েছে।

See More…

হাতের কব্জিতে (Wrist Joint Pain) ব্যথা দূরীকরণে অন্যতম চিকিৎসা হলো আকুপাংচার।

পেটের সমস্যা (Irritable Colon Syndrome) কেনো হয় এবং চিকিৎসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Receive the latest news

Subscribe To My Weekly Newsletter

Get notified about new articles