পিত্তথলি প্রদাহ (Cholecystitis) দূরীকরণে আকুপাংচারের ভূমিকা
পিত্তথলি প্রদাহ কী? পিত্তথলি হল ছোট থলির মতো একটি অঙ্গ যা পেটের উপরের ডানদিকে,যকৃতের ঠিক নীচে থাকে। আমাদের শরীরের যকৃতে এক ধরনের পিত্তরস উৎপন্ন হয়। সেটি আমাদের যকৃত থেকে পিত্তথলিতে গিয়ে ঘনিভূত হয় এবং সেই পিত্তরস পিত্তথলি থেকে পিত্তনালীতে দিয়ে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। যখন পিত্তরস পিত্তথলিতে পাথর বা যেকোনো কারণে বাধা পায় তখন পিত্তথলিতে প্রদাহ বা […]