পেট ব্যথা কেন হয়?, পেট ব্যথার ঔষধ, পেট ব্যথা কমানোর উপায়, পেট ব্যথার কারণ, পেট ব্যথা হলে করণীয়, পেট ব্যথা english meaning, পেটে ব্যথা কমানোর ওষুধ, হঠাৎ হঠাৎ পেট ব্যথার কারণ, পেটে চাপ দিলে ব্যথা হয় কেন, পেটের মাঝখানে ব্যথার কারণ, নাভির নিচে ব্যথা হয় কেন, নাভির উপর পেটে ব্যথা, হঠাৎ পেটে ব্যথা হলে করনীয়, হঠাৎ তলপেটে ব্যথার কারণ, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

পেট ব্যথা কেন হয়? লক্ষণ এবং মুক্তির সহজ উপায় | Dr S.M. Shahidul Islam

পেট ব্যাথা মানুষের জীবনে একটি দৈনন্দিন সমস্যা বলা যেতে পারে। ছোট বড় যেকোনো বয়সের মানুষেরই এই পেটে ব্যাথা হতে পারে। সাধারণত পেটে ব্যাথা (Abdominal Pain) হলে আমরা খুব একটা বেশি গুরুত্ব দেই না এবং পেটে ব্যাথার ঘরোয়া চিকিৎসা করে থাকি। কারন কিছু ঘরোয়া চিকিৎসা পেটে ব্যাথা কমাতে সাহায্য করে, তবে সব ক্ষেত্রে নয়। পেটে ব্যাথা নানা ধরনের হতে পারে, যার কারনও ভিন্ন ভিন্ন। কোন কোন সময় হঠাৎ পেটে ব্যথা (Abdominal Pain)  বা হঠাৎ তলপেটে ব্যথ্যা শুরু হয় যা অনেক সময় বড় কোন রোগের আভাস দেয়। এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

চলুন জেনে নেই পেট ব্যথা কেন হয়? লক্ষণ এবং মুক্তির সহজ উপায় সহ আকুপাংচার চিকিৎসার মাধ্যমে কিভাবে ঔষধ ছাড়া পেটে ব্যাথা থেকে মুক্তির পাওয়া যায়। ঢাকায় সেরা আকুপাংচার ডাক্তার Dr. S. M. Shahidul Islam (Best acupuncture doctor in Dhaka) এর তত্বাবধানে, বাংলাদেশের, ঢাকার সেরা আকুপাংচার চিকিৎসা (Best acupuncture treatment in Dhaka, Bangladesh) প্রদান করে আসছে শশী হাসপাতাল (আকুপাংচার)। আকুপাংচার চিকিৎসার মাধ্যমে পেট ব্যাথা থেকে সুস্থ রোগীদের নিজের মুখে বলা মন্তব্য জানতে Dr. S. M. Shahidul Islam এর ইউটিউব চ্যানেলটি ফলো করুন।

পেট ব্যথা কেন হয়?, কারণ এবং পেট ব্যাথা থেকে মুক্তির সহজ উপায় জানতে প্রথমে জানতে হবে যে পেট ব্যাথা কী?

পেট ব্যাথা মূলত একটি পীড়া যা কিনা বিভিন্ন কারণে হতে পারে।  সাধারন অবস্থায় পেট ব্যাথা হলে ধরে নেওয়া হয় যে, গ্যাস্ট্রিক বা আলসার থেকে পেটে ব্যাথা হয়। কিন্তু বিষয়টা এমন না। আরও অনেক কারনে পেটে ব্যাথা হতে পারে। তাই অস্বাভাবিক পেটে ব্যাথা হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

পেটে ব্যাথার মুক্তিতে আকুপাংচার চিকিৎসা (Acupuncture treatment for abdominal pain) খুবই কার্যকরী, এ চিকিৎসায় কোন প্রকার ঔষধ ছাড়া পেটে ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায়।

পেটে ব্যাথা কেন হয় বলতে, এর নির্দিষ্ট কোন কারন বলা সম্ভব না। বিভিন্ন কারনে পেটে ব্যাথা হতে পারে এবং বিভিন্ন ধরনের পেটে ব্যাথা (Different types of abdominal pain) হতে পারে। তবে পেট ব্যাথার সঠিক কারন জানা জরুরী, বিষেষজ্ঞদের মতে পেট হলো পাঁজর ও শ্রোণির (পেলভিস) মধ্যবর্তী জায়গা। এই জায়গাটা হল আমাদের পাকস্থলী, যকৃত, পিত্তথলি, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্রের এলাকা।  এগুলোকে একত্রে বলা হয় পাচনতন্ত্র। মূলত এসকল অঙ্গের কোথাও যদি সামান্য কোন সমস্যার সৃষ্টি হয় তখন পেটে ব্যাথার সৃষ্টি হতে পারে।

নিচে পেট ব্যাথা কেন হয় ও পেট ব্যাথার কারনগুলো দেওয়া হল:

  • গ্যাসের কারণে পেট ব্যাথা
  • মুত্রনালীতে সংক্রমণের জন্য তলপেটে ব্যাথা
  • বদহজমের ফলে পেট ব্যাথা
  • ব্যাকটেরিয়া সংক্রামনে পেটে ব্যাথা
  • আলসার কারণে পেট ব্যাথা
  • তলপেটের ব্যাথা
  • অন্ত্রে প্রদাহ জনিত সমস্যায় পেটে ব্যাথা।
  • ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস থেকে পেট ব্যাথা
  • নারীর ঋতুস্রাবের সময় পেট ব্যথা
  • কোষ্ঠ্যকাঠিন্যের কারণেও পেট ব্যথা
  • কিডনিতে পাথর হলে পেটে ব্যথা হতে পারে
  • অ্যাপেন্ডিসাইটিস থেকে পেটে ব্যাথা

সাধারনত উপরোক্ত কারনে পেটে ব্যাথা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কারনে পেটে ব্যাথা হতে পারে। এ বিষয়ে আরও জানতে ইউটিউব চ্যানেলটি ফলো করুন।

পেটে ব্যাথা যেমন বিভিন্ন কারনে হয়ে থাকে, তেমন পেটে ব্যাথার লক্ষণ গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। পেটের বিভিন্ন অংশে ব্যাথা অনুভূত হতে পারে। কিছু ব্যাথা তীব্র হয় আবার কিছু ব্যাথা কম। এরকম বিভিন্ন পেটে ব্যাথার লক্ষণ বা উপসর্গ গুলো নিচে দেওয়া হল:

  • হঠাৎ হঠাৎ পেট ব্যথা
  • পেটের মাঝখানে ব্যথা
  • নাভির নিচে ব্যথা
  • নাভির উপর পেটে ব্যথা
  • হঠাৎ তলপেটে ব্যথা
  • নাভির চারপাশে অস্বস্থি
  • পেটের উপরের দিকে ডান পাশে যন্ত্রণা
  • আচমকা পেটের মাঝখানে তীব্র যন্ত্রণা
  • বুক জ্বলা বা পেটের মাঝ বরাবর জ্বালাপোড়া

উপরোক্ত উপসর্গ গুলো থেকেই মূলত পেটে ব্যাথা বোঝা যায়। এসকল ব্যাথা অনুভূত হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

সাধারণত পেটে ব্যাথা বেশির ভাগ ক্ষেত্রে অল্প কিছুক্ষন থেকে ঠিক হয়ে যায়, তবে এমন কিছু ব্যাথা আছে যেগুলো ভয়াবহ ব্যাথা সৃষ্টি করে। এমন ব্যাথার ক্ষেত্রে জরুরী ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিচে এমন কিছু পেটে ব্যাথার লক্ষণ দেওয়া হল।

  • খুব কম সময়ের মধ্যে ব্যাথা বাড়তে থাকলে
  • পেটে ব্যাথার সাথে ঘন ঘন ঢেকুর উঠলে
  • পেটে ব্যাথা অসহ্যকর পর্যায়ে গেলে
  • পেটে স্পর্শ করলেই ব্যথা অনুভব হলে
  • পেটে ব্যাথার সাথে রক্ত বমি হলে
  • পেটে ব্যাথার কারনে অজ্ঞান হয়ে গেলে
  • নিশ্বাস বন্ধ হয়ে আসলে বা শ্বাস-প্রশ্বাসে কষ্ট হলে

উপরোক্ত পেট ব্যাথার লক্ষণ গুলো দেখা দিলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন চিকিৎসার পরেও পেট ব্যাথা ভালো হয় না। এক্ষেত্রে পেটে ব্যাথা থেকে চিরিস্থায়ী মুক্তি পেতে আকুপাংচার চিকিৎসা কার্যকরী ভূমিকা পালন করে। বাংলাদেশে অবস্থিত শশী আকুপাংচার হাসপাতালে, বাংলাদেশের সব থেকে আধুনিক আকুপাংচার চিকিৎসা (Acupuncture treatment in Dhaka, Bangladesh) ব্যাবস্থা রয়েছে। এখানে দেশ ও বিদেশের বিভিন্ন রোগী এসে আকুপাংচার চিকিৎসার মাধ্যমে পেট ব্যাথা থেকে মুক্তি পেয়েছেন, পেট ব্যাথা থেকে আরোগ্য প্রাপ্ত রোগীদের মন্তব্য সম্পর্কে জানতে Dr. S. M. Shahidul Islam (Acupuncture doctor in Dhaka, Bangladesh) এর ইউটিউব চ্যানেলটি ফলো করুন।

পেট ব্যথা কেন হয়?, লক্ষণ এবং মুক্তির সহজ উপায় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা থেকে এ বিষয়ে সচেতনতা বজায় রাখতে হবে। পেটে ব্যাথাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না বেশিরভাগ সময় যার ফলে অনেক বড় রোগ শরীরে বাসা বাধতে পারে। আবার অনেকে পেটে ব্যাথার ঔষধ খায় উপসর্গ না বুঝে, সেক্ষেত্রে আরও বড় ক্ষতি হতে পারে।

আকুপাংচার চিকিৎসার মাধ্যমে কোন প্রকার ঔষধ ছাড়া পেটে ব্যাথা কমানো সম্ভব বা সম্পূর্ণ রূপে মুক্তি পাওয়া সম্ভব। আকুপাংচার একটি চীনা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে কোন প্রকার ঔষধ ছাড়া কিছু আকুপাংচার কোর্স (Acupuncture course) করার মাধ্যমে পেট ব্যাথা ভালো হয়। বাংলাদেশে এই চিকিৎসা ব্যাবস্থা রয়েছে। বাংলাদেশের সুনামধন্য ও অভিজ্ঞ আকুপাংচার স্পেশালিষ্ট  Dr. S. M. Shahidul Islam Phd ( Most experienced acupuncture specialist in Dhaka, Bangladesh ) দীর্ঘসময় যাবত SUO XI Hospital (Acupuncture treatment hospital in Dhaka) চীনা আকুপাংচার চিকিৎসা প্রদান করে যাচ্ছে। এ পর্যন্ত অসংখ্য রোগীকে আকুপাংচার চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করেছেন, এসকল রোগীর অসুস্থ থেকে সুস্থ্ব হওয়ার গল্প জানুন ডা. এস. এম. শহিদুল ইসলাম এর ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে। সেই সাথে বিভিন্ন হেলদি লাইফস্টাইল টিপস জানতে ব্লগ গুলো পড়ুন।

পেটের ব্যাথা কি কারনে হয়  (What can cause abdominal pain) বলতে, এর নির্দিষ্ট কোন কারন বলা সম্ভব না। বিভিন্ন কারনে পেটে ব্যাথা হতে পারে এবং বিভিন্ন ধরনের পেটে ব্যাথা (Different types of abdominal pain) হতে পারে। তবে পেট ব্যাথার সঠিক কারন জানা জরুরী, বিষেষজ্ঞদের মতে পেট হলো পাঁজর ও শ্রোণির (পেলভিস) মধ্যবর্তী জায়গা। এই জায়গাটা হল আমাদের পাকস্থলী, যকৃত, পিত্তথলি, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্রের এলাকা।  এগুলোকে একত্রে বলা হয় পাচনতন্ত্র। মূলত এসকল অঙ্গের কোথাও যদি সামান্য কোন সমস্যার সৃষ্টি হয় তখন পেটে ব্যাথার সৃষ্টি হতে পারে।

পেট ব্যাথা খুবই যন্ত্রণাদায়ক একটি ব্যাথা। অনেক সময় এটি অসহ্যকর হয়ে থাকে। পেটে ব্যাথা হলে প্রাথমিক পর্যায়ে ঘরোয়া কিছু উপায়ে পেট ব্যাথা কমানো যায়। আদা চা, কাঁচকলা, দই ইত্যাদি খেলে পেটে ব্যাথা কমানো যায়। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আকুপাংচার চিকিৎসার মাধ্যমে ঔষধ ছাড়া পেট ব্যাথার চিকিৎসা করা হয়।

খাবার খাওয়ার পর (After Eating) পেট ব্যথা করে। সাধারণত গ্যাস, অ্যাসিডিটির থেকে এমন সমস্যা হতে পারে। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) এর কারনেও হতে পারে। আবার অতিরিক্ত খাওয়া বা দ্রুত খাবার খাওয়ার কারনেও খাবার খাওয়ার পর পেটে ব্যাথা হতে পারে। তবে খাওয়ার পর পর পেটে ব্যাথা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

সাধারণত পেটে একটু জোরে চাপ দিলে ব্যাথা হওয়া স্বাভাবিক, কারন এটি শরীরের একটি অঙ্গ। যাকোনো অঙ্গে চাপ দিলে ব্যাথা হতে পারে। তবে সকল ব্যাথা এক নয়। হালকা স্পর্শে পেটের কোন পাশে যদি ব্যাথার সৃষ্টি হয় তাহলে সেটা চিন্তার বিষয়। পেটে চাপ দিলে ব্যাথা হয়ে থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

হঠাৎ পেটে ব্যথা হলে করনীয় হবে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলতে পারেন। যেমন আদা চা, বেশি বেশি পানি খাওয়া, দই ইত্যাদি খেতে পারেন। সাধারণত এগুলো পেট ব্যাথা থেকে নিরাময় হতে সাহায্য করে। তবে পেটে ব্যাথাকে অবহেলা করা যাবে না। অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা গ্রহন করতে হবে।

আকুপাংচার চিকিৎসায় পেটে ব্যাথা ভাল হয়। আকুপাংচার একটি চীনা চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে প্রাচীন যুগ থেকে ব্যাবহার হয়ে আসছে সারা বিশ্বে। আকুপাংচার চিকিৎসার মাধ্যমে কোন প্রকার ঔষধ ছাড়া পেটে ব্যাথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বর্তমান সময়ে আকুপাংচার একটি জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা।

এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশে সবথেকে ভাল আকুপাংচার চিকিৎসা (Acupuncture treatment in Dhaka, Bangladesh) সেবা দিচ্ছে SUO XI Acupuncture Hospital। এখানে দেশ ও বিদেশের অনেক রোগীরা চিকিৎসা নিতে আসছেন। এখানে এশিয়ার সেরা আকুপাংচার ডাক্তারদের মধ্যে অন্যতম ডা. এস. এম. শহীদুল ইসলাম চিকিৎসা দিয়ে থাকেন। বর্তমানে তাকেই ঢাকার সেরা আকুপাংচার ডক্টর বলা হয় কারন শুধুমাত্র এখানেই অথেনটিক চাইনিজ আকুপাংচার চিকিৎসা দেওয়া হয় (Authentic acupuncture treatment in Dhaka, Bangladesh)। ডা. এস. এম. শহীদুল ইসলাম এর ইউটিউব চ্যানেলে আকুপাংচার চিকিৎসা নিয়ে আরোগ্য প্রাপ্ত ব্যাক্তিদের গল্প দেওয়া আছে।

See More…
মাসিকের সময় পেটে ব্যথার (Dysmenorrhea) কারণ, লক্ষণ এবং চিকিৎসা

হাঁটু ব্যথা কেন হয়? হাঁটু ব্যথার দীর্ঘস্থায়ী ওষুধ | আকুপাংচার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Receive the latest news

Subscribe To My Weekly Newsletter

Get notified about new articles