চোখের ব্যথা নিরাময়ে ঔষধ বিহীন চিকিৎসা আকুপাংচার

চোখ ব্যথা নিরাময়ে ঔষধ বিহীন চিকিৎসা আকুপাংচার

চোখ আমাদের শরীরের একটি অতিব গুরুত্বপূর্ণ অঙ্গ। আর সেই চোখে যদি ব্যাথা থাকে, তাহলে সেটা কতটা অস্বস্তিকর ও বিপদজনক সেটা বলে বোঝানো যাবে না। অনেকের ক্ষেত্রেই এই ব্যাথা থাকে। বিভিন্ন কারণে চোখে ব্যাথা হয়ে থাকে। কারো আঘাতের কারণে আবার কারো কোনও রোগের কারণে। চোখে ব্যাথা কেন হয় ও চোখে ব্যাথার ঔষধ ছাড়া চিকিৎসা সম্পর্কে আজ জানব।

আকুপাংচার চিকিৎসার মাধ্যমে চোখের ব্যাথা দূর করা যায়। আকুপাংচার একটি চীনা চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে কোন প্রকার ঔষধের ব্যবহার করা হয় না। চোখ ব্যাথা নিরাময়ে আকুপাংচার একটি আদর্শ চিকিৎসা ব্যবস্থা।

চোখ ব্যথা কেন হয়

সারা বিশ্বে চোখ ব্যথা একটি অতি সাধারণ পরিস্থিতি। চোখের ব্যথা একটি অপ্রীতিকর মানসিক অভিজ্ঞতা। কোন একটি উদ্দীপক বস্তুর সংস্পর্শে এসে ব্যথা শুরু হয় আর তারপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটা বেশি বা কম অস্বস্তিকর, দুর্দশা এবং যন্ত্রণার একটি সংবেদন।

বিভিন্ন কারণে চোখে ব্যাথা হয়ে থাকে যেমন: অ্যালার্জি (এলার্জি), অশ্রুরন্ধ কোন ভাবে বন্ধ হলে, মাথাব্যাথা, চোখের কনীনিকায় ব্যাথা, চোখের সাদা অংশে প্রদাহ, আঞ্জনি ইত্যাদি।

আকুপাংচার চিকিৎসা নিয়ে চোখের ব্যাথা থেকে মুক্তি পাওয়ার পর রোগীর অভিব্যাক্তি

চোখ ব্যথার লক্ষণ

চোখ ব্যথা যেহেতু একটা উপসর্গ আর এর সঙ্গে প্রায়ই আরও নানান লক্ষণ ও উপসর্গ দেখা দেয়-

  • দেখতে অসুবিধা হওয়া
  • প্রচণ্ড ব্যথা অনুভূত হলে শিশুরা কান্নাকাটি পর্যন্ত করে
  • হঠাৎ চোখ ব্যথা
  • জ্বর
  • চোখ ফোলা
  • দৃষ্টিশক্তিতে স্বচ্ছতা কমে যাওয়া
  • বমি
  • কাশি এবং নাক দিয়ে জল পড়া
  • চোখে পিচুটি হওয়া

চোখ ব্যথার কারণ

সাধারণত,কোন ধরনের চোট-আঘাত এবং সংক্রমণের কারণে চোখে ব্যথা হতে পারে। এছাড়া আর যেসব কারণে চোখে ব্যথা হতে পারে:

  • চোখের আইরিশ বা কনীনিকায় প্রদাহ বা ব্যথা
  • অশ্রুরন্ধ কোনও ভাবে বন্ধ হয়ে গেলে
  • গ্লুকোমা চোখে চাপ বাড়ে এতে
  • কনজাংটিভাইটিস বা চোখ ওঠা
  • চোখের সাদা অংশে প্রদাহ
  • কর্নিয়াতে প্রদাহ বা ব্যথা
  • রেটিনাল ডিটাচমেন্ট
  • চোখের ক্লান্তি
  • অ্যালার্জি
  • মাথাব্যথা
  • আঞ্জনি

চোখে ব্যাথা ও জ্বালাপোড়া বিভিন্ন কারণে হতে পারে। চোখ আমাদের দেহের অতিব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখ দিয়ে আমরা সব কিছু দেখি। অনেক সময় আমাদের এই চোখ জ্বালাপোড়া করে বা ব্যাথা করে। এর নির্দিষ্ট কোন কারন না থাকলেও প্রাথমিক ভাবে কিছু কারন বলা যেতে পারে। সেগুলো হল:

  • ক্লান্তি
  • বায়ু দূষণ
  • শুষ্ক বাতাস
  • ঘুম না হওয়া
  • চোখে অ্যালার্জি
  • অতিরিক্ত আলো
  • অতিরিক্ত কম্পিউটার বা মোবাইল এর দিকে তাকিয়ে থাকা

চোখ ব্যথা রোগের চিকিৎসায় আকুপাংচার পদ্ধতি

আকুপাংচার হল একটি ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা অনুশীলন যা বিভিন্ন শারীরবৃত্তীয় এবং থেরাপিউটিক প্রভাবকে উদ্দীপিত করার জন্য শরীরের নির্দিষ্ট পয়েন্টগুলিতে পাতলা সূঁচ দিয়ে উদ্দীপনা তৈরি করা হয়। যদিও আকুপাংচার সাধারণত বিভিন্ন স্বাস্থ্য অবস্থার জন্য ব্যবহৃত হয়। চোখে ব্যথা জনিত রোগের ক্ষেত্রে আকুপাংচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সূঁই অনেক পাতলা যা শরীরের গভীরে সামান্য চাপে প্রবেশ করে এবং শরীরকে উদ্দীপিত করে।

চোখে ব্যথা চিকিৎসায় আকুপাংচারের কার্যকারিতার বৈজ্ঞানিক প্রমাণ এবং অন্যান্য প্রতিষ্ঠিত চিকিৎসা রয়েছে। আকুপাংচারের প্রতিক্রিয়া ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হতে পারে। জীবনধারা পরিবর্তন এবং খাদ্যতালিকাগত পরিবর্তনের সাথে সাথে আকুপাংচার চিকিৎসা গ্রহণের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নার্ভের জটিলতা দূর করে। আকুপাংচার অনুশীলনকারীরা চোখে ব্যথা উপশম করতে মুখ, মাথা এবং ঘাড়ের নির্দিষ্ট আকুপাংচার পয়েন্টগুলি লক্ষ্য করে আকুপাংচার সুঁই প্রদান করা হয়। এই পয়েন্টগুলি ব্যথা উপশম এবং শিথিলকরণের সাথে যুক্ত।

আকুপাংচার শরীরের প্রাকৃতিক ব্যথানাশক এন্ডোরফিন নিঃসরণকে প্রচার করে চোখে ব্যথা পরিচালনা করতে সাহায্য করে। এটি প্রভাবিত এলাকায় পেশী টান এবং প্রদাহ কমাতে পারে। আকুপাংচার টিএমজে ব্যথা এবং সম্পর্কিত অবস্থার উপশম করতে ব্যবহার করা যেতে পারে, কারণ এটি চোয়ালের পেশী শিথিল করতে এবং চোয়ালের অঞ্চলে ব্যথা এবং অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। চোখে ব্যথা প্রায়ই উদ্বেগ এবং চাপের সাথে যুক্ত। আকুপাংচার এই মানসিক কারণগুলি কমাতে সাহায্য করতে পারে, যা রোগীর জন্য সামগ্রিক চোখে ব্যথার  অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তোলে। এছাড়া আকুপাংচার ব্যথার সংকেতকে মস্তিষ্কে পৌঁছাতে বাধা দিতে সাহায্য করতে পারে, চোখে ব্যথা জন্য স্থায়ী ব্যথা উপশম প্রদান করে।

See More…

ইরেক্টাইল ডিসফাংশন (Erectile dysfunction) বা উত্থান জনিত সমস্যা প্রতিরোধে আকুপাংচার চিকিৎসা

রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ, ঔষধ ছাড়া চিকিৎসা | Rheumatoid Arthritis Treatment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Receive the latest news

Subscribe To My Weekly Newsletter

Get notified about new articles