ডায়াবেটিক (Diabetic) এর লক্ষণ, কারণ, এবং চিকিৎসা

ডায়াবেটিক নিউরোপ্যাথি কি? এর লক্ষণ, কারণ, এবং চিকিৎসা | Dr S.M. Shahidul Islam

ডায়াবেটিক নিউরোপ্যাথি হল ডায়াবেটিসের একটি জটিলতা যা স্নায়ু ক্ষতি করে। এটি শরীরের যেকোনো অংশকে প্রভাবিত করতে পারে, কিন্তু এটি হাত ও পায়ে সবচেয়ে বেশি দেখা যায়। অধিকাংশ ডায়াবেটিক রোগির ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে এবং এটি ডায়াবেটিসের দীর্ঘস্থায়ী ক্ষেত্রে বেশি সম্ভাবনাময়। আপনার রক্তের গ্লুকোজ স্তর বজায় রাখলে তা রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে।

বাংলাদেশের সেরা আকুপাংচার বিশেষজ্ঞ ডা. এস. এম. শহিদুল ইসলাম এর তত্বাবধানে শশী হাসপাতালে ঔষধ বিহীন ডায়াবেটিক এর সেরা চিকিৎসা (Best diabetes treatment without medicine in Dhaka, Bangladesh) দেওয়া হয়।

ডায়াবেটিক নিউরোপ্যাথি কি? (What is Diabetic neuropathy)  

ডায়াবেটিক নিউরোপ্যাথি (Diabetic neuropathy) হল ডায়াবেটিসের একটি জটিল রোগ যা রক্তে ব্লাড সুগার বেড়ে গেলে স্নায়ুর ক্ষতি করে। স্নায়ুর ক্ষতি হওয়ার ফলে হাত ও পায়ে ঝিন ঝিন, ব্যথা, দুর্বলতা এবং অবশ ভাব সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। নির্দিষ্ট সময়ে ডায়াবেটিক নিউরোপ্যাথির চিকিৎসা (Diabetic neuropathy treatment) না করলে ভবিষ্যতে তা জটিল আকার ধারণ করতে পারে।

ডায়াবেটিক নিউরোপ্যাথি এর লক্ষণসমূহ

  • হাত বা পায়ে ব্যথা
  • হাত পা ঝিন ঝিন করা
  • মাংসপেশি শুকিয়ে যাওয়া
  • পায়ে ঘা হওয়া
  • ঘা শুকাতে দেরি হওয়া
  • পায়ে অবশ ভাব
  • হাত ও পায়ে অনুভূতি কমে যাওয়া
  • হাত ও পায়ে জ্বালাপোড়া করা
  • ইরেক্টাইল ডিসফাংশন বা যৌন সমস্যা হওয়া
  • দৃষ্টি শক্তি কমে যাওয়া বা কোনো কিছু ডাবল দেখতে পাওয়া

ডায়াবেটিক নিউরোপ্যাথি (Diabetic neuropathy) থেকে মুক্তির উপায় হিসেবে আকুপাংচার একটি কার্যকরী চিকিৎসা হিসেবে ভূমিকা পালন করে থাকে। আকুপাংচারের মাধ্যমে কোন প্রকার ঔষধ ছাড়াই ডায়াবেটিক নিউরোপ্যাথি ভাল (Diabetic neuropathy treatment) করা যায়।

ডা. এস. এম. শহীদুল ইসলাম, বাংলাদেশের একজন সুনামধন্য এবং অভিজ্ঞ আকুপাংচার ডাক্তার। তার কাছ থেকে দেশ ও বিদেশের থেকে বিভিন্ন রোগীরা চিকিৎসা নিয়ে ডায়াবেটিক থেকে আরোগ্য (Diabetic treatment in Dhaka, Bangladesh) লাভ করেছেন। আকুপাংচার চিকিৎসায় আরোগ্যপ্রাপ্ত রোগীদের গল্প জানতে ডা. এস. এম. শহীদুল ইসলাম এর স্যোশাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন।

ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগের কারণগুলো নিম্নরুপঃ

  • অতিরিক্ত ধুমপান করা
  • উচ্চ রক্তচাপ
  • রক্তে ব্লাড সুগার বেড়ে যাওয়া
  • অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
  • জেনেটিক কারণ
  • অতিরিক্ত ওজন বা স্থূলতা

যে সকল রোগ ডায়াবেটিক নিউরোপ্যাথির ঝুঁকি বাড়ায়

  • অধিক সময় যাবত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ডায়াবেটিক নিউরোপ্যাথির ঝুঁকি থাকে।
  • অনিয়ন্ত্রিত রক্তের শর্করার উপস্থিতি ডায়াবেটিক নিউরোপ্যাথির ঝুঁকি বাড়ায়।
  • ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা ধূমপায়ী হলে ডায়াবেটিক নিউরোপ্যাথির ঝুঁকি বৃদ্ধি পায়।

বাংলাদেশের মধ্যে সবথেকে সেরা ডায়াবেটিক এর চিকিৎসা (Best diabetes treatment in Dhaka, Bangladesh) প্রদান করা হয় শশী হাসপাতাল (আকুপাংচার) এ। সেখানে দেশ সেরা আকুপাংচার বিশেষজ্ঞ ডা. এস. এম. শহিদুল ইসলাম এর তত্বাবধানে ডায়াবেটিক এর চিকিৎসা প্রদান করা হয়।

ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে করণীয়ঃ

ডায়াবেটিক নিউরোপ্যাথি (Diabetic neuropathy) হলে লাইফ স্টাইল মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বেশি করে শাকসবজি, ফলমূল, শষ্য দানা খেতে হবে এবং ভাত, চিড়া-মুড়ি, মাংস খুবই কম খাওয়া দরকার। এছাড়া ব্লাড সুগার কন্ট্রোল, নিয়মিত কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করা, প্রতিদিন রোদে থাকা (এতে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়), ওজন নিয়ন্ত্রণ, পায়ের যত্ন নেওয়া এভাবে ডায়াবেটিস এর পরিমাণ কমিয়ে রাখা সম্ভব।

ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রতিরোধে আকুপাংচারের ভূমিকাঃ

আজ থেকে প্রায় ৫০০০ হাজার বছর আগের চীনের একটি চিকিৎসা পদ্ধতি হলো আকুপাংচার। ‘আকু’ শব্দের অর্থ সুঁই এবং ‘পাংচার’ হচ্ছে ফুটানো অর্থাৎ আকুপাংচার শব্দের অর্থ হচ্ছে শরীরের নির্দিষ্ট আকুপয়েন্টে সুঁই ফুটানো। শরীরের নির্দিষ্ট আকুপয়েন্টে আকুপাংচার করার ফলে শরীরের উদ্দীপনা তৈরি করে, ব্যথার প্রদাহ কমায়, রক্ত চলাচলের বৃদ্ধি ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও আকুপাংচার নেওয়ার ফলে অবশ ভাব, ঝিনঝিন, দুর্বলতা, অনিদ্রা দূর করে।

আকুপাংচার ডায়াবেটিক নিউরোপ্যাথি (Diabetic neuropathy) রোগের ক্ষেত্রেও কার্যকর। ডায়াবেটিস এর ফলে স্নায়ুর ক্ষতি হয়। স্নায়ুর ক্ষতি হওয়ার ফলে ব্যথা, ঝিনঝিন, অবশ ভাব, দৃষ্টি শক্তি কমে যাওয়া ও বিভিন্ন সমস্যা দেখা দেয় তা আকুপাংচার এর মাধ্যমে প্রাথমিক অবস্থায় প্রতিরোধ করা যায়। এই ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথির মত জটিল রোগের চিকিৎসা ঢাকায় শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে দেওয়া হয়। আপনিও শশী হাসপাতালে আসতে পারেন, এসে ডায়াবেটিক নিউরোপ্যাথি চিকিৎসা সেবাটি গ্রহন করতে পারেন। শশী হাসপাতাল আপনার সেবার জন্য সবসময় প্রস্তুত। আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট www.suoxihospital.com ভিজিট করুন।

See More…

কান, কোমর ও পিঠ ব্যথা সমস্যা থেকে মুক্তি পেলেন আকুপাংচার চিকিৎসার মাধ্যমে

বধিরতার (Deafness) কারণ এবং বধির চিকিৎসায় আকুপাংচার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Receive the latest news

Subscribe To My Weekly Newsletter

Get notified about new articles